একটা মেয়ে যখন তাঁর
ফ্রেন্ডদের
সাথে আড্ডা দেয় তখন
তাঁর বয়ফ্রেন্ড যদি ফোন
করে তখন
মেয়েটা যদি বলে ফ্রেন্ডদের
সাথে আড্ডা দিচ্ছি পরে কথা
বলি ?
তখন ছেলেটা ভদ্র
ছেলের
মতো মেয়েটাকে বলে আচ্ছা
ঠিক
আছে আড্ডা শেষ
করে পরে ফোন দিও কেমন ? আর
যদি মেয়েটা ফোন
করে আর
ছেলেটা যদি বলে ফ্রেন্ডদের
সাথে আছি পরে কথা বলতেছি ।
তখন মেয়েটা মুখের ওপর
কিছু না বলে ফোন কেটে দেয় ।
পরে ছেলেটা ফোন
দিলে মেয়েটা বলে আমাকে
ফোন
দিচ্ছো কেনো ?
যাও তুমি তোমার
ফ্রেন্ডদের সাথে কথা বলো,
আমি তু কেউ না তোমার
ফ্রেন্ডরাই
তো তোমার
কাছে সব ।
এই নিয়ে ঝগরা চলবে ৩ -
৪ দিন ।
অবশেষে ছেলেটা মেয়েটাকে
sorry
বলতে হয় । ছেলেটা কত সহজ
ভাবে নিয়েছে ।
আর মেয়েটা কত জটিল
ভাবে নিয়েছে । এই
হলো মেয়েদের মন।
www.fb.com/abegmoydipu
No comments:
Post a Comment