Collected By Dipu Chowdhury Cell: 01827373441, www.fb.com/dipuchowdhury2016
Welcome To Sopnodip
Saturday, August 6, 2016
Comilla Police Contact Number
Collected By Dipu Chowdhury Cell: 01827373441, www.fb.com/dipuchowdhury2016
Thursday, December 24, 2015
মা- িজিনস- িক -রকম -েকউ -বুজেত - পাের না।
৩ মাসের বাচ্চা , রাত তিনটার সময় জোরে
জোরে কান্না করতে লাগল ,,,, বাচ্চার
কান্না শুনে মা বাবা দুজনেরই ঘুম ভেঙ্গে
গেল ,, বাবা বললেন ,ওকে একটু থামাও , আর
,মা বাচ্চাটিকে বুকে জরিয়ে নিয়ে এদিক-
ওদিক হাঁটতে লাগলেন ,,, কিছুক্ষন পর ,
বাচ্চাটির বাবা বিছানা থেকে উঠে , ঘর
থেকে বের হয়ে গেলেন , কিছুক্ষন পর
বাচ্চাটির বাবা , ঘরে ফিরে এলেন , আর
বাচ্চাটির মা তাকে জিজ্ঞাস করলেন ,
কোথায় গেছিলে ,,? তিনি বললেন , মায়ের
কবরটা দেখতে গিয়েছিলাম , বাচ্চাটির মা
জিজ্ঞেস করলেন , এত রাতে কেন ,,,?? সে
উত্তর দিল , আমাদের বাচ্চাটি যখন
কাঁদতেছিল তখন আমার খুব বিরক্ত লাগছিল ,
কিন্তূ তুমি ওকে কাঁধে নিয়ে আদর করতে
করতে হাটতেছ , কারন ,তুমি তার মা ,,, তখনি
মনে পরে গেল , হয়তো , আমি যখন ছোট
ছিলাম , তখনই আমার মা ও আমাকে এভাবেই
যত্ন করেছিলেন , তাই মাকে দেখতে
গেছিলাম , আজ আমি , মায়ের যত্নে এত বড়
হয়েছি , কিন্তূ জানিনা , মা গো আমার
সেখানে কতটুকু যত্নে আছেন...
Post By Abeg MoY Dipu
Miss You "Ma"
মা-বাবা -েবাজা -নয় - সবার -এটা -বুজেত -হেব।
গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ডের কাছে সামান্য একটু দোষ করলে
আমরা বার বার sry বলি।
°
অভিমান ভাঙানোর কত চেষ্টা করি। অপরাধ করলে কষ্টে
ভোগি। প্রিয়জনকে খুশি করতে কতকিছু করি
°
অথচ,হয়নি কোনদিন বলা প্রিয় মাকে sry! হাজার দোষ
করলেও বাবাকে বলা হয়না সরি। কত পরম আদরে আমাদের
কতশত ভুল গুলি মাফ বুকে টেনে নেয়।
এই পৃথিবীতে মা বাবা নামক মানুষগুলা সত্যিই অদ্ভূত!
°
মা বাবা নামক মানুষগুলাকে বোঝা সত্যি অনেক কষ্টকর! হাজার
দোষ করলেও দেখবেন আপনার কাছে ঠিক আগের মতই আছে।
এদের সাথে কোন ব্রেকাপ হয়না। এদের ভালবাসা অন্তহীন।
°
POST BY DIPU CHOWDHURY
Tuesday, December 22, 2015
Real Story Is My FB Friend in Comilla Gov't College Student.
Post Ta Amar Ek FB Friend er Real Life er kahini ow amay share korlo tai Post korlam Read most.....
কলেজ জিনিসটা আমার কাছে বিরক্তিকর। স্কুলের সেই পুরনো
বান্ধবীরা নেই, কোনো মজা নাই। গার্লস স্কুলে পড়ে এসে
হঠাৎ কলেজে ছেলেদের সাথে একসাথে ক্লাস করাটা কিছুটা
সংকোচেরও কারণ। এই কারণে কলেজে দুই বছরে আমি মনে হয়
দুই সপ্তাহও নিয়মিত ক্লাস করি নাই।একসময় কলেজের প্রথম
বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হয়। রসায়ন ব্যবহারিক পরীক্ষা
চলছিল।পরীক্ষার সময় স্যার কয়েকটা গ্রুপ করে দিলেন। প্রতি
গ্রুপে পাঁচ-ছয়জন করে শিক্ষার্থী।আমাদের গ্রুপে পাঁচজন
মেয়ের সাথে দুইজন ছেলে। ছেলে দুটোর মাঝে একটা ছেলে খুবই
বাচাল টাইপের। পরীক্ষা শুরুর পর থেকেই সে অনবরত কথা বলে
চলছিল।খুবই বিরক্তিকর ছেলেটা। ছেলেটা মোটা বলে প্রথম
দেখাতেই নাম দিয়েছিলাম "মটু"। তারপর যখনই তাকে কলেজে
দেখেছি তাকে মনে মনে মটু বলে ডেকেছি। পরীক্ষা শেষে আর
কলেজে বেশি যাওয়া হয়নি। মটুটাকেও ধীরে ধীরে ভুলে গেছিলাম।
কিন্তু মাঝে মাঝে আমার কলেজে সহপাঠী এবং কলেজ জীবনের
একমাত্র বান্ধবী রাইমার সাথে প্রায়ই মটুকে নিয়ে হাসি তামাশা
করতাম। একদিন ফেইসবুকে একটা রিকয়েস্ট আসে। নামটা
অপরিচিত ছিল। কিন্তু প্রোফাইলে দেখলাম আমাদেরই সহপাঠী।
তাই একসেপ্ট করলাম। সেদিন অনেক কিছুক্ষণ ধরে কথা হলো।
তাকে আমার রোল বলাতে সে বলল যে আমাকে সে চেনে। কিন্তু
আমি চিনতে পারি নাই। পরদিন যখন রাইমাকে তার নামটা
বললাম তখন আমাকে অবাক করে দিয়ে সে জানাল এটা আর কেউ
নয় আমাদের সেই বাচাল মটু।যাক্ তারপর নিয়মিত কথা হতো।
একসময় সে আমার খুব ভালো বন্ধু হয়ে যায়।সম্পর্কটা একসময়
বন্ধুত্বের চেয়েও বেশি কিছু হয়ে ওঠে।
একসময় আমরা দুইজনেই বুঝতে পারি যে আমরা একে অপরকে
ভালোবাসতে শুরু করেছি। কিন্তু কেউ কাউকে কিছু জানাইনি।
মনে মনে ভালোবাসতে থাকি। তারপর ফাইনাল পরীক্ষার
রেজাল্ট আসে। কিছুটা খারাপ করাতে বাসায় প্রচুর বকাবকি করা
হয়। আমি ভয় পেয়ে যাই। এরই মধ্যে মটুটা জানায় যে সে আমাকে
সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা জানাতে চায়। আমি বুঝতে পারি সে
কি বলতে চায়। আমি আরও ভয় পেয়ে যাই। ভয়ে আমি তার সাথে
কিছুদিন যোগাযোগ বন্ধ রাখি। অবশেষে তাকে একটা মিথ্যা
বলি। তাকে জানাই যে আমি একজনকে ভালোবাসি। সে খুব কষ্ট
পায়। আমি চেয়েছিলাম সে যেন আমাকে ভুলে যায়। তারপর তার
সাথে আমার খুব কমই কথা হতো। একসময় কথা বলা বন্ধ হয়ে
যায়। কিন্তু আমি তাকে খুব মিস করতে থাকি। কথা বলতাম না
কিন্তু প্রতিদিন ফেসবুকে তার পুরোনো মেসেজগুলোই শুধু
পড়তাম। কয়েকমাস পর আমার জন্মদিনে সে উইস করে।এবার
আর আমি পারিনি। সেদিন থেকে আবার কথা বলা শুরু।আমি
অন্য কাউকে ভালোবাসি এটা মনে হয় সে কখনো বিশ্বাসই
করেনি।কখনোই এ ব্যাপারে কিছু জানতে চায়নি আর। আমিও
কিছু বলিনি। তার প্রতি আমার আকর্ষণ বাড়তেই থাকে আমার।
দিনটাই শুরু হতো তার গুড মর্নিং বলার মাধ্যমে।কলেজে তার
সাথে অন্য মেয়েদের কথা বলতে দেখলে আমার খুবই বিরক্তি
লাগতো। তার প্রতি খুবই রাগ হতাম আমি। আবার সে কিছুটা
নিষ্ঠুরও । আমি খোঁজখবর না নিলে সে একবারও জানতে চায়
না। আমার খুব খারাপ লাগে এই ভেবে যে তাকে এতটা ভালোবাসি
অথচ তমার কাছে এর কোনো মূল্যই নেই। আমার কেন যেন মনে
হতে থাকে সে বোধহয় আমাকে ভালোবাসেনা।
আমার তার প্রতি খুব রাগ উঠে। আমি তার সাথে কথা বলা বন্ধ
করে দেই। সেদিন রাতেই সে আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞাস
করে," তুমি কি আমাকে ভালোবাসো?" রাগের মাথায় আমি
উত্তর দেই,"না"। সে তখন বলে,"কিন্তু, আমি তো বাসি। তবে
এইচ.এস. সি পরীক্ষার পর।" আমি হাসব না কাদঁব কিছুই বুঝে
উঠতে pari na.
Post By Abeg MoY Dipu
Written by Comilla Gov't College Student
Friday, November 6, 2015
Free Facebook Use this Site -Gp/Robi/Banglalink/Airtel
goo.gl/aN52xY
http://goo.gl/aN52xY
Tuesday, October 27, 2015
Tuesday, October 13, 2015
"Abbu" I Love You.
এক ছেলে তার বাবাকে বলছে: সামনের মাসে আমার পরীক্ষার
ফলাফল
দিবে, আমি A+ পেলে আমাকে একটা মটর বাইক কিনে দিতে হবে।
পরীক্ষার ফলাফল যে দিন বের হয় তখন ছেলে খুব খুশী হয়ে
বাবার
কাছে এসে বলছে বাবা আমি A+ পেয়েছি, এইবার কিন্তু আমাকে
বাইক
একটা কিনে দিতেই হবে, বাবার চোখে গোপনে কান্না আসলো,
ভাবতে
লাগলেন কিভাবে ছেলেকে খুশি করা যায়। .
এরপর বাবা বললেন: আমি তোমার উপহার তোমার পড়ার
টেবিলের উপর
রেখে এসেছি ।
.
ছেলে গিয়ে দেখল একটা বাক্স:
ছেলে ভাবতে লাগল এটাতে চাবি আছে । কিন্তু খুলে দেখে এর
ভেতরে একটা কোরআন শরীফ ।
ছেলে রাগ করে বাবার সাথে কথা বলা বন্ধ করে দিল ! এবং
কয়েকদিন
পরেই বিদেশে চলে গেল পড়ালেখা করার জন্য ।বিদেশ যাওয়ার
পর
বাবার সাথে কোন যোগাযোগ করে নাই ছেলেটা ।কয়েক বছর পর
একদিন কল আসল ছেলেটির কাছে ।
. জানতে পারল বাবা খুব অসুস্থ ,বাবা তার জন্য
কান্নাকাটি করে সবসময় ! কিন্তু ছেলেটি বাবাকে দেখতে যায়নি
কয়েকদিন পর ছেলেটির কাছে আরেকটি কল আসে ! জানতে পারল
তার
বাবা মারা গেছেন ।
.
বাবা'র মারা যাবার পর ছেলেটি দেশে আসে কারণ ঘরবাড়ি সব
তার নামে করে দিয়ে গেছেন তার বাবা এবং এই-
সবকিছু তাকেই দেখাশোনা করতে হবে । তারপর একদিন ছেলেটির
তার
বাবা কথা মনে পড়ল এবং বাবার ঘরে গিয়ে কাঁদতে লাগল । হটাৎ
দেখল তার বাবার পড়ার টেবিলের উপরে রাখা সেই বাক্স , যে
বাক্স
তার বাবা তাকে দিয়েছিলেন উপহার হিসেবে।
. ছেলে ওজু করে এসে কোরআন শরীফটা খুলে
পড়তে লাগলো। হঠাৎ করেই কোরান শরীফের
ভেতর থেকে একটা চাবি পড়ল ।প্রথম দিনের চাবি ।
এবং একটা চিঠি পেল । যেখানে লিখা ছিল:
বাবা আমি অনেক খুশী যে তুমি A + পেয়েছ ।
. আমি চাইব তুমি আল্লাহ'র পরীক্ষাতেও এই ভাবে A+ পাও ।
আর এই
চাবিটা হচ্ছে তোমার নতুন মটর-বাইকের চাবি , আমাদের
গ্যারেজে
রাখা আছে তোমার নতুন বাইক ।
.
ছেলেটির চোখে জল চলে আসলো ।ভাবতে লাগলো আমার বাবা
আমার
জন্য তখনি বাইক কিনে চাবিটাকোর-আন শরীফে রেখে
দিয়েছিলো। ছেলেটি গ্যারেজে গেল এবং দেখতে পেল তার
সবচেয়ে পছন্দের বাইক
সেখানে রাখা ।
.
দেখে কান্না আর ধরে রাখতে পারলোনা।
আসলে পৃথিবীর কোন বাবা তার সন্তানের অকল্যান চায়না।
বাবা-
মাকে কখনো কষ্ট দেবেননা।বাবা-মাআমাদের সবচেয়ে
আপনজন। আশা করি সবাই বুঝতে পারছেন।
Post by Abeg Moy Dipu